বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সিরামিক পণ্য তুলে ধরতে হবে। এজন্য যা করা প্রয়োজন সরকার তা গুরুত্বের সঙ্গে করবে। সিরামিক পণ্যের রপ্তানি বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার। পাশাপাশি ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। রপ্তানি বাড়ানোর জন্য করণীয় ঠিক করে, তা এগিয়ে নিতে হবে। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে শনিবার (২ এপ্রিল) এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রাজধানীর একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করা হয়।
‘বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশনের পরিপ্রেক্ষিতে সিরামিক শিল্প: সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের রপ্তানি বৃদ্ধি করতে পণ্য সংখ্যা বৃদ্ধির বিকল্প নেই। বাংলাদেশের সিরামিক পণ্য অনেক উন্নতমানের ও বিশ্ববাজারে এসব পণ্যের বিপুল চাহিদা রয়েছে। সিরামিক পণ্য বাংলাদেশের জন্য খুবই সম্ভাবনাময় উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার তৈরি পোশাকের পাশাপাশি সিরামিক পণ্য, পাট পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, আইসিটি পণ্য, মেডিকেল পণ্য, প্লাস্টিক পণ্য এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য রপ্তানির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মো. আফজাল হোসেন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এএইচএম আহসান ও আইসিএমএবির প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ।