এলডিসি উত্তরণের পরেও বাণিজ্য সুবিধা চায় বাংলাদেশ

২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরে আরও কয়েকবছর বাংলাদেশ বিশ্ব বাজারে বাণিজ্য সুবিধা পাবে বলে আশা করছে সরকার। গত ১২ থেকে ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলনের (এমসি-১২) মাধ্যমে চলমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে সুযোগ তৈরি হয়েছে বলে সরকার মনে করছে।

ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলনের বিষয়ে রোববার (২৬ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কোভিড আক্রান্ত হওয়ায় সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। তার অনুপস্থিতিতে পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।

তপন কান্তি ঘোষ বলেন, সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে এলডিসি উত্তরণের পর আরও কয়েক বছর বাজার সুবিধা অব্যাহত রাখার বিষয়ে জোরালো প্রস্তাব দেওয়া হয়। অন্তত ৬ থেকে ৯ বছর বাজার সুবিধা বৃদ্ধি করার জোরালো দাবি জানায় বাংলাদেশ। তিনি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় প্রাপ্ত সুবিধাসমূহ আরও কিছু সময় পর্যন্ত বৃদ্ধির যৌক্তিকতা আছে মর্মে সম্মেলনে অভিমত প্রকাশ করা হয়েছে। এর ফলে পরর্তীতে এ বিষয়ে আরও আলোচনার পথ সুগম হলো। আশা করছি, আগামী বছর ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ১৩তম সম্মেলনে ভালো কিছু ফল পাওয়া যাবে।

বাণিজ্য সচিব বলেন, নেপালের সাথে পিটিএ স্বাক্ষর নিয়ে আলোচনা করা হয় এবং সিঙ্গাপুর বাংলাদেশের সাথে এফটিএ স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে।

উল্লেখ্য, জেনেভায় অনুষ্ঠিত ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলনের আউটকাম ডকুমেন্টসহ ৭টি সিদ্ধান্ত গ্রহণ এবং জেনারেল কাউন্সিলের ৩টি সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here