শিপইয়ার্ডের সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগ বিএইর

ফ্লোরিডার জ্যাকসনভিলে নিজেদের একটি শিপ রিপেয়ারিং ইয়ার্ডের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বড় ধরনের উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে বিএই সিস্টেমস। এই উন্নয়নের মধ্যে রয়েছে ড্রাইডকিংয়ের কাজে ব্যবহারের জন্য পার্লসন শিপলিফট সংযোজন। এটি হবে আমেরিকায় এই ধরনের সবচেয়ে বড় লিফট।

বিএইর এই উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ডলার। ২০২৫ সাল নাগাদ প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ইয়ার্ডটির ড্রাইডকিং সক্ষমতা ৩০০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। নতুন পার্লসন শিপলিফটের সক্ষমতা হবে ২৫ হাজার টন এবং এর দৈর্ঘ্য হবে ৪৯২ ফুট, যা সহজেই একটি আর্লে বার্কে ক্লাস ডেস্ট্রয়ার অথবা যেকোনো লিটোরাল কম্ব্যাট শিপ (এলসিএস) লিফট করতে পারবে।

বিএইর জ্যাকসনভিল ইয়ার্ডটির অবস্থান মার্কিন নৌবাহিনীর মেপোর্ট নেভাল স্টেশনের কাছে। এই ঘাঁটিটি ফ্রিডম-ক্লাস এলসিএসগুলোর প্রাইমারি হোম পোর্ট হিসেবে কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here