ট্রাক ড্রাইভারদের অবরোধ প্রত্যাহারে এক সপ্তাহ পর সচল ওকল্যান্ড বন্দর

স্বাধীন ট্রাক ড্রাইভারদের অবরোধ প্রত্যাহারের ফলে এক সপ্তাহ পর সচল হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোর্ট অব ওকল্যান্ড। অস্থায়ী কর্মীদের বিষয়ে রাজ্য কর্তৃপক্ষের বিতর্কিত আইন এবিফাইভ-এর বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে বন্দরের ফটক অবরোধ করেছিল ট্রাক ড্রাইভাররা। শুধু তাই নয়, কোনো ট্রাক ও ব্যক্তি পিকেট লাইন অতিক্রমের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দিয়েছিল তারা।

যুক্তরাষ্ট্রের অষ্টম ব্যস্ততম সমুদ্রবন্দর ওকল্যান্ড। ট্রাক ড্রাইভারদের অবরোধের কারণে সপ্তাহখানেক বন্দরটির কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছিল।

অবরোধ প্রত্যাহার করলেও আইনটির বিরুদ্ধে ট্রাক ড্রাইভারদের প্রতিবাদ অব্যাহত থাকবে। বন্দরের নির্বাহী পরিচালক ড্যানি ওয়ান এক বিবৃতিতে বলেন, ‘ট্রাক ড্রাইভাররা আমাদের কথা শুনেছেন। আমরা তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, কোনো বিষয়ে যদি তাদের অভিযোগ থাকে, তাহলে তারা যেন সেটি নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনায় বসে। তারা যেন বন্দরের কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে।’

২০২০ সালে এবিফাইভ আইনটি কার্যকর হয়। ট্রাক ড্রাইভাররা এই আইন থেকে তাদের অব্যাহতি চালু রাখার দাবি জানিয়ে আসছে। গত ১৮ জুলাই তারা নিজেদের দাবির কথা তুলে ধরতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসোমের সঙ্গে দেখা করার জন্য আন্দোলন শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here