‘পরিবেশবান্ধব শিপিংয়ের জন্য নতুন প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বজুড়ে পালিত হচ্ছে নৌদিবস। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বন্দরে বিশ্ব নৌদিবসের কর্মসূচির উদ্বোধন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ বৃহস্পতিবার বিশ্ব নৌদিবস হিসেবে পালন করা হয়।
উদ্বোধনকালে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, বিশ্বজুড়ে শিপিং সেক্টরে কার্বন নিঃসরণ কমানোকে প্রাধান্য দিচ্ছে। আমরাও আমাদের সকল যন্ত্রপাতি ব্যবহারে কার্বন নিঃসরণ কমানোর জন্য কাজ করছি। আমাদের নতুন নতুন প্রকল্পগুলোকে পরিবেশবান্ধব প্রকল্প হিসেবে বাস্তবায়ন করছি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের ইএমইউ (এনবায়রনমেন্ট ম্যানেজমেন্ট ইউনিট) রয়েছে। বন্দর ভবনসহ আমাদের অনেক স্থাপনার ছাদে সোলার প্ল্যান্ট রয়েছে। যা কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখছে। এসব বিষয়গুলোকে যথাযথ জায়গায় তুলে ধরতে হবে।
এ সময় বন্দর চেয়ারম্যান বন্দর ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ কারিকুলামে কার্বন নিঃসরণ কমানো, নতুন প্রযুক্তির ব্যবহার কৌশল অন্তর্ভূক্ত করার নির্দেশনা দেন।
সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. মুস্তাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম। অনুষ্ঠানে বন্দরের পর্ষদ সদস্যগণ, পরিচালকগণ, বিভাগীয় প্রধানগণ ও নৌবিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।