আর্কটিক মহাসাগরে বরফের আস্তরণ দিন দিন পাতলা হওয়ার কারণে চলতি বছর প্রাকৃতিক গ্যাস ট্যাংকারগুলো আরো লম্বা সময় ধরে এ পথে চলাচলের সুযোগ পেয়েছে। আর তাতেই স্পষ্ট হয়ে উঠছে, জলবায়ু পরিবর্তন কীভাবে পৃথিবীর সবচেয়ে উত্তরের অংশে বিরূপ প্রভাব ফেলছে।
নর্দান সমুদ্রপথটি রাশিয়ার পশ্চিমের ব্যারেন্টস সি থেকে পূর্বের বেরিং প্রণালি পর্যন্ত প্রায় তিন হাজার নটিক্যাল মাইল বিস্তৃত। সাধারণত জুন থেকে অক্টোবর সময়ে এ পথটি জাহাজ চলাচলের উপযুক্ত থাকে, যখন উচ্চ তাপমাত্রার কারণে বরফের আস্তরণ ভেঙে যায়। চলতি বছর এক মাস আগেই এ পথে জাহাজ চলাচল শুরু হয় এবং চলতে থাকে ডিসেম্বর পর্যন্ত। শিপিং মৌসুমের এ লম্বা সময় ইঙ্গিত দিচ্ছে, অঞ্চলটি বাদবাকি বিশ্বের তুলনায় দ্বিগুণ গতিতে উষ্ণায়িত হচ্ছে।