আগামী ছয় বছরের মধ্যে গ্রিন হাইড্রোজেনের আকার ও উৎপাদন ৫০ গুণে উন্নীত করার এক বৈশ্বিক অংশীদারিত্বের ঘোষণা এসেছে। এ উদ্যোগ শিপিং খাতসহ বিশ্বের সবচেয়ে কার্বন-ঘন শিল্পগুলোর সবুজ রূপান্তরে সহায়তা করবে।
নতুন ‘গ্রিন হাইড্রোজেন ক্যাটাপুল্ট’ নামের এ উদ্যোগে গ্রিন হাইড্রোজেন কোম্পানিগুলোকে ২০২৬ সালের মধ্যে ২৫ গিগাওয়াট সক্ষমতার নবায়নযোগ্য হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে দেয়া হতে পারে। উদ্দেশ্য হচ্ছে, হাইড্রোজেনের বর্তমান মূল্য কিলোগ্রামপ্রতি ২ ডলারের নিচে নামিয়ে আনা। এ উদ্যোগের অংশীদার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এসিডব্লিউএ পাওয়ার, সিডব্লিউপি রিনিউয়েবলস, এনভিশন, আইবারড্রোলা, ওরস্টেড এবং ইয়ারা।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রতি কিলো হাইড্রোজেনের দাম ২ ডলারের নিচে নেমে এলে গ্রিন হাইড্রোজেন বেশ কয়েকটি খাতে জ্বালানির চাহিদার অন্যতম গ্রহণযোগ্য উৎসে পরিণত হবে।